কারামুক্ত মির্জা ফখরুল ও আমীর খসরুর বাসায় বিএনপি নেতারা
তিন মাসের অধিক সময় কারাগারে থাকার পর বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) জামিনে মুক্তি পান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
মুক্তির পরপরই শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) এই দুই নেতাকে দেখতে যান দলের স্থায়ী কমিটির অন্য সদস্যরা।
বিজ্ঞাপন
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আজ বিকালে দলের মহাসচিব মির্জা ফখরুলের গুলশানের বাসভবনে দেখা করতে যান দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান ও অন্যান্য নেতারা।
শায়রুল কবির বলেন, মহাসচিব সঙ্গে কৌশল বিনিময়ের পর দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরুর বাসায় যান এই নেতারা। সেখানে তারা সদ্য কারামুক্ত নেতাদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি তাদের শারীরিক অবস্থায় খোঁজ খবর নেন।
এএইচআর/পিএইচ