দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। নির্বাচনের তিন দিনের মাথায় বঙ্গবন্ধুকন্যা টানা চতুর্থবারের মতো ক্ষমতার মসনদে বসবেন। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন।

শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে ঢাকায় বিদেশি কূটনৈতিক মিশন, জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের। তবে সেই অর্থে শপথ অনুষ্ঠানে বিদেশি আমন্ত্রিত অতিথি থাকছে না। বিদেশি অতিথিদের মধ্যে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের অনুষ্ঠানে থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, নির্বাচনের তিন দিনের মাথায় সরকার গঠন করছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। নির্বাচন শেষ হতে না হতেই নতুন মন্ত্রিসভা গঠন করা হচ্ছে। এত দ্রুত সময়ের মধ্যে সরকার গঠনের কারণে বিদেশি অতিথিদের আমন্ত্রণ জানানো হয়নি। বন্ধুপ্রতীম ভারত থেকেও কোনো অতিথি আসছে না। শুধু মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের শপথ অনুষ্ঠানে থাকার কথা শোনা যাচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, বুধবার সন্ধ্যা নাগাদ ঢাকায় এসেছেন মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ। তিনি নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যোগ দেবেন। নাশিদ আগামী শুক্রবার (১২ জানুয়ারি) ঢাকা ছেড়ে যাবেন।

ঢাকার এক দায়িত্বশীল কূটনীতিক বলেন, শপথ অনুষ্ঠানে থাকার জন্য বিদেশি বিভিন্ন মিশনের রাষ্ট্রদূত এবং সংস্থার প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। এর বাইরে বিদেশি অতিথি বলতে এখন পর্যন্ত মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের অনুষ্ঠানে থাকা নিশ্চিত। খুব স্বল্প সময়ের আয়োজন হওয়ায় বিদেশি অতিথিদের সেই অর্থে আমন্ত্রণ জানানো হয়নি। এত কম সময়ের মধ্যে আমন্ত্রণ জানালেও তারা আসতে পারতেন না।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন আগামীকাল বৃহস্পতিবার। তাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ বিষয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন মন্ত্রিসভার সদস্যরাও আগামীকাল শপথ নেবেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন মন্ত্রিসভা গঠনের সঙ্গে সঙ্গে বর্তমান মন্ত্রিসভা ভেঙে দেওয়া হয়েছে বলা গণ্য হবে।

এর আগে বুধবার সকালে সংসদ সদস্যদের শপথ পড়ান স্পিকার শিরীন শারমিন চৌধুরী। মঙ্গলকাল বিজয়ী সংসদ সদস্যদের মধ্যে ২৯৮ জনের গেজেট প্রকাশের বিষয়ে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন।

এদিকে, বুধবার রাতে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সচিবালয়ে নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম জানান। নতুন মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী হচ্ছেন ২৫ জন। এর মধ্যে দুজন টেকনোক্র্যাট (সংসদ সদস্য নন)। এ ছাড়া ১১ জন প্রতিমন্ত্রী হচ্ছেন। কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তা আগামীকাল বৃহস্পতিবার শপথের পর জানা যাবে।

এনআই/এএএ