গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর বলেছেন, আজ একদিকে নিরস্ত্র জনগণ, অপরদিকে ভারতের মদদপুষ্ট বাকশালী সরকার, যারা গত ১৫ বছরে সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দখল করেছে। দুর্বৃত্তদের সরকারের উঁচু আসনে বসিয়ে একটি ত্রাসের রাজত্ব কায়েম করেছে। আমরা তদের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছি।

তিনি বলেন, আন্তর্জাতিক বন্ধুরাও আমাদের সমর্থন জানিয়েছে। কোনো দেশেই স্বৈরশাসক টেকেনি, শেখ হাসিনাও টিকে থাকবে না।

রোববার (৩১ ডিসেম্বর) প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ৫২ এর ভাষা আন্দোলনই কিন্তু দেশের মুক্তিযুদ্ধের বীজ বপন করে। অথচ স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে একদলীয় বাকশাল কায়েম করলেন। সমস্ত পত্রিকা বন্ধ করে দিলেন, পছন্দের ৪টি পত্রিকা বাদে।

তিনি আরও বলেন, সামরিক শাসনামলে ক্যু-পাল্টা ক্যুর ঘটনা ঘটেছে। এরশাদ যখন ক্ষমতা দখল করেন, এরপর সচিবালয়ের সামনে সামরিক শাসনের বিরুদ্ধে সমাবেশ হয়। সেই সমাবেশে গুলি চালানো হয়েছিল। তারপরেও এরশাদ ক্ষমতায় ছিলেন। কিন্তু আন্দোলন থেমে থাকেনি।

ওএফএ/এসকেডি