বিএনপি-জামায়াত অযৌক্তিক ও জনসম্পৃক্ততাহীন আন্দোলনের নামে যে আগুন সন্ত্রাস করছে, নিরীহ মানুষ ও আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যদের হত্যা করার অশুভ খেলায় মেতে উঠেছে, জনগণ তা ভোট বিপ্লবের মাধ্যমে জবাব দেবে। এছাড়া পেশাজীবীসহ দেশের জনগণকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।

শনিবার (৩০ ডিসেম্বর) রমনায় পেশাজীবী সমন্বয় পরিষদের উদ্যোগে দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। 

বক্তারা বলেন, দেশের যে কোনো জাতীয় সংকটে পেশাজীবীরা অগ্রগণ্য ভূমিকা রেখেছেন। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে পেশাজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। নির্বাচনকে অগ্রহণযোগ্য করার জন্য আন্তর্জাতিক চক্রও তৎপর রয়েছে। এছাড়া নির্বাচন সামনে রেখে স্বাধীনতা বিরোধী অপশক্তি অগ্নি সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টি করছে।

পেশাজীবী সমন্বয় পরিষদের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ূনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসচিব প্রকৌশলী মো. শাহাদাত হোসেন শীবলু।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, গোলাম কুদ্দুস, অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. হাবিবুর রহমান, ম. হামিদ, ড.অধ্যাপক হান্নানা বেগম, ডা. রোকেয়া সুলতানা, ইঞ্জিনিয়ার নূরুল হুদা,এডভোকেট মোখলেসুর রহমান বাদল, অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া প্রমুখ।

ওএফএ/এমএসএ