আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার বলেছেন, নির্বাচনী নাটক মঞ্চস্থ করার জন্য সরকার এখন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার শুরু করেছে। বিভিন্ন জায়গায় ভয়ভীতি দেখিয়ে ভোটকেন্দ্রে লোক আনার নাটক সাজানো হচ্ছে।

বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে লাগাতার কর্মসূচির অংশ হিসেবে প্রহসনের নির্বাচন বর্জনে প্রচারপত্র বিলির আগে অনুষ্ঠিত সমাবেশে এসব কথা বলেন তিনি।

ওহাব মিনার বলেন, আমরা এই সাজানো নাটককে প্রত্যাখ্যান করেছি। জনগণকেও বলব, আপনারাও এই প্রতারণার নির্বাচনকে বর্জন করুন। এবি পার্টি প্রতিদিন এই প্রহসনের নির্বাচনের বিরুদ্ধে কর্মসূচি পালন করে আসছে। 

আরেক যুগ্ম আহ্বায়ক বিএম নাজমুল হক বলেন, আগামী ৭ জানুয়ারি সরকার যে প্রহসনের নির্বাচন আয়োজন করেছে তাতে দেশের নব্বই ভাগ মানুষের সমর্থন নেই। 

এসময় এবি পার্টির যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন রানা, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, যুবপার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসানও বক্তব্য রাখেন।

পরে এবি পার্টির পক্ষ থেকে রাজধানীর বিজয়নগর, কাকরাইল, পল্টন, সেগুনবাগিচা এলাকায় প্রচারপত্র বিলি শুরু হয়।

আরএইচটি/এমজে