যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, বর্তমান সরকারকে এখন থেকে আর কোনো সহযোগিতা না করতে প্রশাসন ও দেশবাসীকে আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান। সেই সঙ্গে আগামী ৭ জানুয়ারির নির্বাচনে ভোট বর্জনের আহ্বানও জানিয়েছেন তিনি। ভাবটা যেন তারেক জিয়ার ডাকে সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ! সকল শ্রেণি-পেশার মানুষ বঙ্গবন্ধু কন্যার উন্নয়নের বাংলাদেশ ফেলে খুনি তারেক জিয়ার ডাকে সাড়া দিয়ে ঝাঁপিয়ে পড়েছে। এমন একটা ভাব! আসলে-তো এরা ভুয়ামি এবং ভণ্ডামির উপর টিকে আছে। বিএনপির অসহযোগ আন্দোলনের ডাক জনগণের সঙ্গে আরেকটা প্রতারণা ছাড়া আর কিছু নয়।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে কালশী মোড়ে ঢাকা-১৬ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ইলিয়াছ উদ্দিন মোল্লার পক্ষে নির্বাচনী প্রচারণায় গিয়ে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর যুবলীগ উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুলের সভাপতিত্বে ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন। 

তিনি বলেন, তারা কী মনে করে নিজেদের? একজন পলাতক আসামি, যার দেশে এসে নেতৃত্ব দেওয়ার নৈতিক সাহস নেই, সে ডাক দেবে আর এ দেশের শিক্ষিত, সচেতন নতুন প্রজন্মের পেশাজীবী মানুষ তার অসহযোগ আন্দোলনে শরিক হবে? এই হচ্ছে তাদের রাজনৈতিক পরিপক্বতা! অথবা তাদের ভণ্ডামি। দুইটাই সত্যি। তারা ভুয়া এবং অপরিপক্ব। তারেক জিয়ার নিজস্ব গ্রহণযোগ্যতা সম্পর্কে তার বিন্দুমাত্র ধারণা নেই। সে দিন-রাত দিবাস্বপ্নতে বিভোর হয়ে আছে এবং তাদের নেতা-কর্মীদের যে কোনো আবোল-তাবোল হুকুম দিচ্ছে এবং বিপথে ধাবিত করছে।

পরশ বলেন, অসহযোগ আন্দোলনের সংজ্ঞা জানে? অসহযোগ আন্দোলন হলো, ঔপনিবেশিক অথবা দখলদার সরকারের নির্দেশ অমান্য ও সরকারি কাজে অসহযোগিতা করার ডাক। আমরা কি কোনো বহিরাগত সরকারের অধীনে বসবাস করছি? সুতরাং এগুলো মানুষের সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছু না।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ কোনো অবৈধ ক্ষমতা দখলকারী দল নয়। আওয়ামী লীগ এ দেশের মাটি ও মানুষের সংগঠন। মানুষের অধিকার আদায়ের সংগ্রাম করে করেই এই সংগঠন গড়ে উঠেছে। আওয়ামী লীগকে এভাবে অগ্নিসন্ত্রাসের মাধ্যমে কোনো দিনই উৎখাত করা সম্ভব নয়। আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ: শিক্ষা-দীক্ষা, জ্ঞানে এবং প্রযুক্তিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সেই এগিয়ে যাওয়া বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে ঢাকা-১৬ আসনের জনগণ ৭ জানুয়ারি নির্বাচনে আলহাজ্ব ইলিয়াছ উদ্দিন মোল্লাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে বলে বিশ্বাস করি।

এ সময় উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. রফিকুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক মো. শামছুল আলম অনিক, সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব মুস্তাফিজ, উপ-দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদা, উপ-ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. আলতাফ হোসেন, উপ-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক এন আই আহমেদ সৈকত, উপ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাড. গোলাম কিবরিয়া শামীম প্রমুখ।

এমএসআই/এসকেডি