ভোটকেন্দ্রে না যাওয়ার আহ্বান জানিয়ে গণঅধিকার পরিষদের লিফলেট বিতরণ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন ভোটকেন্দ্রে না যাওয়ার আহ্বান জানিয়ে লিফটের বিতরণ করে মিছিল করেছে গণঅধিকার পরিষদ।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে গণঅধিকার পরিষদের একাংশের আহ্বায়ক রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন নেতাকর্মীরা মিছিল বের করে লিফলেট বিতরণ করেন।
বিজ্ঞাপন
এসময়, ‘ডামি নির্বাচন আর না, ভোটকেন্দ্রে যাব না’, ‘ভোটারবিহীন নির্বাচন আর না, ভোটকেন্দ্রে যাব না’— লেখা লিফলেট বিতরণ করা হয়।
পরে ‘ভোটকেন্দ্রে যাব না, প্রতারণার নির্বাচনকে সমর্থন করব না’— এমন ব্যানার নিয়ে মিছিল বের করেন তারা। মিছিলে ‘দালালির নির্বাচন মানি না’, ‘ভারতের নির্বাচন মানি না’, ‘অবৈধ নির্বাচন মানি না’, ‘ভারতের প্রার্থী মানি না, মানবো না’— এমন বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায়।
এসময় পুলিশ প্রেস ক্লাবের সামনে দাঁড়াতে না দিলে মিছিলটি ঘুরে পল্টন মোড়ের দিকে চলে যায়।
সেখানে গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সদস্য সচিব ফারুক হাসান বলেন, সরকার দেশের গণতান্ত্রিক ধারাকে মারাত্মকভাবে ব্যাহত করেছে। তারা ডামি প্রার্থীর নির্বাচন দিয়ে হাস্যরসের জন্ম দিয়েছে। আমরা এমন প্রহসনের নির্বাচন মানি না। অবিলম্বে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে হবে। সাধারণ মানুষ সরকারের এমন পরিকল্পিত ভোটকে প্রত্যাখ্যান করেছে।
ফারুক হাসান অভিযোগ করে করেন, প্রেস ক্লাবের সামনে পুলিশ আমাদের দাঁড়াতে দেয়নি। আমরা পল্টন মোড় এসেছি, এখানেও পুলিশ বাঁধা দিচ্ছে। এই অবৈধ সরকার গণতান্ত্রিক প্রতিটি কর্মসূচি পালন করতে বাধা দিচ্ছে। আমাদের যে সাংবিধানিক অধিকার রয়েছে সেটিও পালন করতে দেওয়া হচ্ছে না। তাই আগামী ৭ তারিখের সাজানো ও পাতানো নির্বাচন বয়কটের জন্য জনগণকে আমরা আহ্বান জানাচ্ছি।
এসময় গণঅধিকার পরিষদ নেতা তারেক রহমানসহ অন্যান্যরাও বক্তব্য রাখেন।
আরএইচটি/কেএ