ঢাকা-২ আসনের নৌকার প্রার্থী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, যারা অন্ধকারে বসে অবরোধ-অসহযোগ আন্দোলনের ঘোষণা দেয়, আগুন সন্ত্রাসীদের উসকে দেয় তাদের গ্রেপ্তার করতে হবে। আমি একজন প্রার্থী হিসেবে নির্বাচন কমিশনের কাছে দাবি জানাই— এই ব্যক্তিটাকে খুব দ্রুত গ্রেপ্তার করা হোক।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে ইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আর ছাড় দেওয়া যায় না। যে সমস্ত হাইকমান্ড; যারা নাকি এখন দেশের বাইরে আছে তাদেরও গ্রেফতার করতে হবে। যারা আগুন সন্ত্রাস করছে এবং যারা নির্দেশ দিচ্ছে, তাদের সবাইকে জনস্বার্থে গ্রেপ্তার করতে হবে। 

কামরুল ইসলাম বলেন, আমি বিশ্বাস করি— আইনশৃঙ্খলা বাহিনী এখন যে ভূমিকা রাখছে, তাতে আগুন সন্ত্রাসীদের দমন করা সম্ভব হবে। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসতে পারে আইনশৃঙ্খলা বাহিনী সেই পদক্ষেপ নেবেন।

এসআর/এমজে