আসন্ন  জাতীয় নির্বাচনে সারা দেশে ২ শতাধিক আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার করে ৭ থেকে ৮টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে জাকের পার্টি।

রোববার (১৭ ডিসেম্বর) দলের মহাসচিব শামীম হায়দার গণমাধ্যমকে বলেন, ‘আমরা নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি না। কিছু আসনে যাতে পুরো মনোনিবেশ করা যায়, সেজন্য ২০০-এর বেশি আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। ৭ থেকে ৮টি আসনে প্রার্থীরা থাকবেন, যেখানে তারা ভালো প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।’

জাকের পার্টি এবার ২১৮টি আসনে প্রার্থী দিয়েছিল। তারা কোনো জোটে না গিয়ে এককভাবে নির্বাচন করছে। নিজেদের প্রতীক গোলাপ ফুল নিয়েই তারা নির্বাচন করবে।

উল্লেখ্য, তফসিল অনুযায়ী আজ ১৭ ডিসেম্বর নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। চূড়ান্ত প্রার্থীদের মধ্যে ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ করা হবে। প্রতীক নিয়ে প্রার্থীরা ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত ভোটের প্রচারণা চালাতে পারবেন। ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।

আরএম/এমএ