জোটে না থাকা জাতীয় পার্টিকে (জাপা) নিয়ে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অঙ্কটি কী হবে, তা স্পষ্ট হলো না দুই দলের তৃতীয় দফা বৈঠকেও।

দশম সংসদ নির্বাচনের মতো এবারও আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অঙ্ক কী হবে, সেই আলোচনার মধ্যে দুই দফা বৈঠকের পর শুক্রবার রাতে তৃতীয় বারের মতো জাতীয় পার্টির শীর্ষ নেতারা কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে।

রাতে সংসদ ভবনের ভেতরে এক এমপির কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে আসন সমঝোতা নিয়ে কোনো কথা হয়েছে কি না, সে প্রশ্নে আওয়ামী লীগের নেতারা কিছু বলতে চাননি। আর জাতীয় পার্টির নেতারা ফোনই ধরেননি।

বৈঠকে আওয়ামী লীগের পক্ষে ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

গত নির্বাচনে আওয়ামী লীগের ছাড়ে জাতীয় পার্টি জিতেছে, এমন আসনগুলোতে এখন পর্যন্ত আওয়ামী লীগের প্রার্থী আছে। ১৪ দলের শরিকদের জন্য ইতোমধ্যে ৭টি আসন ছাড়ের ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। 

জাতীয় পার্টির সঙ্গে এই আলোচনা নিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক হয়েছে। আলোচনা ফলপ্রসূ হয়েছে। আগামীকাল সন্ধ্যায় আমরা আবারও বৈঠকে বসব।

এমএসআই/এসকেডি