ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গণভবনে গেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে তিনি গণভবনে যান বলে আওয়ামী লীগের একাধিক সূত্র নিশ্চিত করেছে।

জানা গেছে, রওশন এরশাদের সঙ্গে তার ছেলে সাদ এরশাদও রয়েছেন। তারা দুপুর ১টায় গণভবনে প্রবেশ করেন।

এর আগে গত ১৯ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। প্রধানমন্ত্রী কুশল বিনিময় করেন এবং রওশন এরশাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে মঙ্গলবারের এ সাক্ষাৎ 'কোন্দলে থাকা' জাতীয় পার্টির জন্য ভিন্ন অর্থ বহন করছে বলে ধারণা করা হচ্ছে।

এমএসআই/এমএ