জাতীয় পার্টির (জাপা) আসন ভাগাভাগির বিষয়ে কিছুটা ধোঁয়াশা রেখে পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, যেখানে সংসদীয় পদ্ধতিতে সরকার আছে, সেখানে এমন আসন ভাগাভাগি হয়। অনেক দেশে এমনটি হয়, আমাদের দেশে হয়েছে। আমরা নিজেরাও আসন ভাগাভাগি করেছি। জাতীয় পার্টির আসন ভাগাভাগির বিষয়ে আপাতত কোনো আলোচনা নেই। আবারও যে আসন ভাগাভাগি হবে না এটা যেমন ঠিক না, আবার ভাগাভাগি হবে এটাও ঠিক না।

রোববার (১০ ডিসেম্বর) দুপুরে বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যান কার্যালয়ে গণমাধ্যমের বিভিন্ন প্রশ্নের এসব কথা বলেন তিনি।

মুজিবুল হক চুন্নু বলেন, আমরা পুরো পরিবেশটা পর্যবেক্ষণ করছি, যাতে একটা ভালো পরিবেশ (নির্বাচনের) হয়। আসলে একটা ভালো নির্বাচন হোক, এজন্য ক্ষমতাসীন দলের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। যত বেশি সংখ্যক ভোটার আসবে, তত বেশি সংখ্যক আমাদের লাভ বলে মনে করি। রাজনীতিতে শেষ বলতে কিছু নেই।

তিনি বলেন, আসন বণ্টন নিয়ে আওয়ামী লীগের কেউ কি কোনো দলের নাম বলেছেন? তারা কী বলেছেন জাতীয় পার্টির সঙ্গে আসন বণ্টন নিয়ে আলোচনা করেছেন? এই কথা বলেছেন কি না আমি জানি না। তবে কয়েকদিন আগে তাদের সঙ্গে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল আমরা সারা দেশে কীভাবে নির্বাচনটা করব। একটা সুষ্ঠু, একটা ভালো নির্বাচন... ভোটাররা যেন ভোট কেন্দ্রে আসতে পারে সেই পরিবেশ তৈরি হয় এবং নির্বাচনে যেন জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য বড় দুই দল হিসেবে আমরা আলোচনা করেছি।

তিনি আরও বলেন, গতরাতেও আওয়ামী লীগের দুই-তিনজন নেতার সঙ্গে আমরা কথা বলেছি নির্বাচনটা কীভাবে করা যায় সেই বিষয়ে। এই আলোচনা আসলে নির্বাচন পর্যন্তই থাকবে। কারণ, আমরা একটা অর্থবহ ও ভালো নির্বাচন করতে চাই। এজন্য টাইম টু টাইম শাসক দলের সঙ্গে নিয়মিত যোগাযোগ হয়। এই যোগাযোগ তারাও করেন, আমরাও করি।

জাপা মহাসচিব বলেন, আমার জানা মতে রিটার্নিং অফিসাররা আওয়ামী লীগের নৌকা প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে হাতেগোনা কয়েকটি। আমাদের জাতীয় পার্টির আর কোনো প্রার্থীর জায়গায় আওয়ামী লীগের নৌকা বাতিল হয়েছে, এমন তথ্য আমার জানা নেই। আমার এখানে হয়েছে, সেখানে রিটার্নিং অফিসার কারণ দেখিয়েছেন যে, প্রার্থী ফৌজদারি মামলার তথ্য গোপন করেছেন। সেখানে আমার সংশ্লিষ্টতা থাকার সুযোগ আছে কী?

সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, রিটার্নিং অফিসারকে আমি নির্দেশ দিতে পারি না যে, আপনি এটা বাতিল করুন। নিশ্চয়ই পারি না। তারপর সেই প্রার্থী আপিল করেছেন এবং নির্বাচন কমিশন তার প্রার্থীতা ফেরত দিয়েছে। এর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমি নির্বাচনে নৌকা প্রার্থীকে সরিয়ে দিয়ে নির্বাচন করব এই ধরনের মানসিকতা আমার নেই এবং কখনো ছিল না। আমি নৌকার সঙ্গে একবার না তিনবার নির্বাচন করেছি। সেসব নির্বাচনে সেখানে নৌকার উপযুক্ত প্রার্থী ছিলেন।

এমএইচএন/কেএ