দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকার গঠন ও কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে বিএনপির ডাকা নবম দফার ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

রোববার (৩ ডিসেম্বর) সকালে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন শ্যামলের নেতৃত্বে রাজধানীর রামপুরা-বাড্ডা এলাকায় এই বিক্ষোভ মিছিল করা হয়।

এসময় অবরোধকারীরা তাদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন। উপস্থিত নেতৃবৃন্দ খালেদা জিয়াসহ সব কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবি জানান। এছাড়া দাবি আদায় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় ইকবাল হোসেন শ্যামল বলেন, সরকার প্রহসনের তফসিল ঘোষণার মাধ্যমে ৭ জানুয়ারি নির্বাচনের নামে যে সিদ্ধান্ত নিয়েছে এদেশের ছাত্রসমাজ তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে। এদেশের মানুষ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায়। এদেশের মানুষ গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে চায়। 

এসময় তিনি জনগণের সাময়িক অসুবিধা হলেও, দেশ ও জনগণের স্বার্থে ছাত্রসমাজ ও দেশবাসীকে অবরোধ সফল করার আহ্বান জানান। 

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান শাওন, আশিক রহমান, কেন্দ্রীয়সহ সাধারণ সম্পাদক কাজী শামসুল হুদা, ঢাবি ছাত্রদলের যুগ্ম-সম্পাদক তারেক হাসান মামুন প্রমুখ

কেএইচ/এমএসএ