নৌকার প্রচারণায় অংশ নেওয়ায় বিএনপি নেতাকে বহিষ্কার
ফেনী-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল বাশারের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় দেলোয়ার হোসেন মিলন নামে এক বিএনপি নেতাকে বহিষ্কার করেছে জেলা বিএনপি। শনিবার (২ ডিসেম্বর) রাতে ফেনী জেলা বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কারের কথা জানানো হয়।
বহিষ্কারকৃত দেলোয়ার হোসেন মিলন দাগনভূঞা উপজেলা বিএনপির সদস্য ও ৭ নম্বর মাতুভূঁইয়া ইউনিয়ন বিএনপির সদস্য। তিনি ওই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্যও ছিলেন।
বিজ্ঞাপন
ফেনী জেলা বিএনপির আহ্বায়ক আলাল উদ্দিন আলাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকায় সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে দেলোয়ার হোসেন মিলনকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ফেনী-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল বাশারের একটি নির্বাচনী প্রচারণায় বক্তব্য রাখছেন দাগনভূঞা উপজেলা বিএনপির সদস্য দেলোয়ার হোসেন মিলন। বক্তব্যে তিনি বলেন, বাশার ভাইয়ের স্বার্থে আপনারা সবাই নৌকা মার্কায় ভোট দিবেন। আমি এবং মা-বোনরাও নৌকা মার্কায় ভোট দিবে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বিএনপি নেতা বলেন, সারাদেশে বিএনপির নেতাকর্মীরা যেখানে ঘরবাড়ি ছাড়া, হামলা-মামলাতে জর্জরিত, মিছিল মিটিং নিয়ে রাজপথে আছে, সেখানে এই বিএনপির নেতা মিলনের নামে একটা মামলা নেই। বর্তমানে আওয়ামী লীগের সমাবেশ করতেছে, এমনকি সুবিধা নিতেছে দল থেকে। দলের সাথে যারা বেইমানি করবে তাদের জাতীয়বাদী দলে জায়গা নাই।
এ প্রসঙ্গে ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল ঢাকা পোস্টকে বলেন, দলের এ সংগ্রামী সময়ে যে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে তার মতো নেতা বিএনপির প্রয়োজন নেই। এজন্য তাকে একেবারে মুক্তি দেওয়া হয়েছে।
তারেক চৌধুরী/এমজে