জাতীয় পার্টির বর্তমান সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ ঢাকা-৬ আসন থেকে দলের মনোনয়ন পেয়েছেন। ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেন তিনি।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রায় ১০০ জনের একটি মিছিল নিয়ে আসেন কাজী ফিরোজ রশীদ।

সরেজমিনে দেখা যায়, ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের প্রবেশদ্বার থেকে লাঙলের মিছিল নিয়ে ভেতরে আসতে থাকেন কাজী ফিরোজ। এ সময় প্রায় ১০০ কর্মী-সমর্থক তার নামে বিভিন্ন স্লোগান দিতে দিতে ভেতরে আসতে থাকেন।

আরও দেখা যায়, ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রধান ফটকে এসে কাজী ফিরোজের সমর্থকরা হাতে তালি ও বিভিন্ন স্লোগান দিতে দিতে ভবনের ভেতরে প্রবেশ করেন। কর্মী-সমর্থকদের এমন ভিড় দেখে প্রধান ফটক থেকে নিরাপত্তারক্ষীরাও পিছু হটতে বাধ্য হন।

আচরণবিধি লঙ্ঘন করলেন তৈমুর

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন দলের প্রার্থীরা ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন ফরম জমা দিচ্ছেন। মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় নির্বাচনী আচরণবিধি  লঙ্ঘন করেছেন তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে এ আচরণবিধি লঙ্ঘন করেন তিনি।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় সাকিবকে তলব

গত বুধবার (২৯ নভেম্বর) ঢাকা থেকে মাগুরা আগমনের সময় পথিমধ্যে কামারখালী এলাকা থেকে শোডাউন করে গাড়িবহর নিয়ে মাগুরা শহরে প্রবেশ করেন এবং নাগরিক গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগদানের মাধ্যমে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেন সাকিব আল হাসান। আচরণবিধি লঙ্ঘন করায় মাগুরা-১ আসনের আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাকিব আল হাসানকে তলব করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

উল্লেখ, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী একজন প্রার্থী সর্বোচ্চ পাঁচজনকে সঙ্গে নিয়ে মনোনয়ন ফরম জমা দিতে আসতে পারবেন। এক্ষেত্রে কোনো ধরনের মিছিল কিংবা শোডাউন করা যাবে না।

এমএসি/এমএ