আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করেছে। দলটি ৩০০টি আসনের মধ্যে ২৮৯টি আসনে মনোনয়ন দিয়েছে। বাকি ১১টি আসনে এখনো মনোনয়ন দিতে পারেনি দলটি।

সোমবার (২৭ নভেম্বর) বিকেল ৫টা ৪০ মিনিটে রাজধানীর বনানীতে অবস্থিত জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

প্রার্থী ঘোষণা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুজিবুল হক চুন্নু বলেন, ২-৩টি আসনে কেউ মনোনয়ন চায়নি। আর বাকি আসনগুলোতে মনোনয়নের আবেদন পাওয়া গেলেও সেখানে কাকে দেওয়া হবে, সেটা আমাদের দলের পক্ষ থেকে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি। সেজন্য এখন অপেক্ষায় আছি, যেহেতু সময় আছে। এ সিদ্ধান্ত চেয়ারম্যান নিতে পারেন, তখন আমরা ওই আসনগুলোতে প্রার্থী দেব।

অপর প্রশ্নের জবাবে জাপা মহাসচিব বলেন, আমাদের রানিং এমপি যারা আছেন, তাদের প্রত্যেককেই আবার মনোনয়ন দেওয়া হয়েছে।

জাতীয় পার্টির প্রার্থী তালিকা দেখতে এখানে ক্লিক করুন এখানে

এমএইচএন/ওএফএ/এসএসএইচ