মানববন্ধন করবেন বিএনপির কারাবন্দি নেতাদের পরিবারের সদস্যরা
কারাবন্দি বিএনপির নেতাদের মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করবেন পরিবারের সদস্যরা। মঙ্গলবার (২৭ নভেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ঢাকা পোস্টকে বলেন, বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করবে বিএনপির জাতীয় ও সিনিয়র নেতাদের পরিবারের সদস্যরা।
প্রসঙ্গত, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আলতাফ হোসেন, মোহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় নেতা আমান উল্লাহ আমান, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, জহির উদ্দিন স্বপনসহ কেন্দ্রীয় কমিটির ১৫০ জনের বেশি নেতা কারাগারে আছেন।
বিজ্ঞাপন
উল্লেখ্য, নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকার গঠন এবং কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে আরও দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান,আগামী বুধবার (২৯ নভেম্বর) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালিত হবে। আর বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল পালিত হবে।
এএইচআর/জেডএস