জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আবদুল মান্নান বলেছেন, রাজপথের আন্দোলনের মাধ্যমেই সরকারের পতন নিশ্চিত করা হবে। এরপর নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা হবে।

সোমবার (২৭ নভেম্বর) সপ্তম দফা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর মতিঝিলে সড়ক অবরোধ করে তিনি এ কথা বলেন।

আপিলের রায়ে দলের নিবন্ধন হারানো ও ফরমায়েশি একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদ এবং সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার গঠন ও আমীর ডা. শফিকুর রহমানসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে সপ্তম দফা অবরোধের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী। চলমান অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর মতিঝিলে সড়ক অবরোধ করেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা।

এসময় ড. আবদুল মান্নান বলেন, আওয়ামী সরকারের দীর্ঘ ১৫ বছরের অপশাসন ও দুঃশাসনের বিরুদ্ধে জনগণ আজ রাজপথে নেমে এসেছে। এই অবৈধ সরকার তার ক্ষমতার মেয়াদকে দীর্ঘায়িত করতে আজ্ঞাবহ নির্বাচন কমিশনকে দিয়ে জনধিকৃত ও প্রহসনের তফসিল ঘোষণা করেছে। ইতোমধ্যে বাংলাদেশের জনগণ ও সকল বিরোধী রাজনৈতিক শক্তি এই তফসিল প্রত্যাখ্যান করেছে।

এদিকে, একই দাবিতে রাজধানীর শনির আখড়া, মুগদা বিশ্ব রোড, ডেমরা, ও লালবাগ এলাকায় সড়ক অবরোধ করেন দলটির নেতাকর্মীরা।

জেইউ/কেএ