দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৯৮টি আসনে দলীয় মনোনয়ন ঘোষণা করেছে আওয়ামী লীগ৷ এর মধ্যে আওয়ামী লীগের ৮১ সদস্যের কেন্দ্রীয় কমিটি থেকে মনোনয়ন পেয়েছেন ৩৪ জন। 

রোববার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন৷ 

গোপালগঞ্জ-৩ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯৯৬ সাল থেকে টানা এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসছেন তিনি। 

নোয়াখালী-৫ আসনে নৌকার প্রার্থী হয়ে পুনরায় লড়বেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের৷ আসনটি থেকে টানা তিনবারের সংসদ সদস্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এবার লড়বেন চতুর্থবারের মতো। 

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ১৭ জন। এর মধ্যে বর্তমানে একটি পদ ফাঁকা আছে। বাকি ১৬ জনের মধ্যে এবার মনোনয়ন পেয়েছেন ১১ জন। 

এর মধ্যে শেরপুর-২ আসনে মনোনয়ন পেয়েছেন জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, গোপালগঞ্জ-২ আসনে শেখ ফজলুল করিম সেলিম, চাঁদপুর-২ আসনে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মাদারীপুর-২ আসনে শাহজাহান খান, ঢাকা-২ আসনে কামরুল ইসলাম, গোপালগঞ্জ-১ আসনে মুহাম্মদ ফারুক খান, টাঙ্গাইল-১ আসনে ড. আব্দুর রাজ্জাক, ঢাকা-১৩ আসনে জাহাঙ্গীর কবির নানক, ফরিদপুর-১ আসনে আব্দুর রহমান ও গাজীপুর-৪ আসনে রিমিন হোসেন রিমি। 

দলের যুগ্ম সাধারণ সম্পাদক চারজন। তাদের মধ্যে সবাই এবার দলীয় মনোনয়ন পেয়েছেন। চট্টগ্রাম-৭ আসনে লড়বেন ড. হাছান মাহমুদ, কুষ্টিয়া-৩ আসনে মাহবুব-উল আলম হানিফ, ঢাকা-৮ আসনে আ ফ ম বাহাউদ্দীন নাছিম ও চাঁদপুর-৩ আসনে নৌকা প্রতীক পেয়েছেন ডা. দীপু মনি। 

আটজন সাংগঠনিক সম্পাদকের মধ্যে মনোনয়ন পেয়েছেন ছয়জন। এর মধ্যে আহমদ হোসেন নেত্রকোণা-৫ আসনে, আবু সাঈদ আল মাহমুদ স্বপন জয়পুরহাট-২ আসনে, মির্জা আজম জামালপুর-৩ আসনে, এস এম কামাল হোসেন খুলনা-৩ আসনে, পটুয়াখালী-১ আসনে আফজাল হোসেন ও মৌলভীবাজার-২ আসনে নৌকা পেয়েছেন শফিউল আলম চৌধুরী নাদেল।

মাদারীপুর-৩ আসন থেকে মনোনয়ন পেয়েছেন দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ৷ 

এছাড়া লক্ষ্মীপুর-৪ আসনে আওয়ামী লীগের কৃষি ও সময় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ফরিদপুর-৪ আসনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ, বরিশাল-৪ আসনে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সম্পাদক শাম্মী আহমেদ, কুমিল্লা-১ আসনে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুর সবুর, চাঁদপুর-১ আসনে তথ্য গবেষণা সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ ও মুন্সিগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মিনাল কান্তি দাস মনোনয়ন পেয়েছেন। 

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বর্তমান সদস্য সংখ্যা ২৭ জন। তাদের মধ্যে মনোনয়ন পেয়েছেন পাঁচজন। 

এর মধ্যে বরিশাল-১ আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন আবুল হাসানাত আব্দুল্লাহ, শরীয়তপুর-১ আসনে কার্যনির্বাহী সদস্য ইকবাল হোসেন অপু, ঢাকা-১৭ আসনে মোহাম্মদ আলী আরাফাত, ঢাকা-৪ আসনে সানজিদা খানম ও ঢাকা-৬ আসনে সাঈদ খোকন। 

এমএসআই/কেএ