রাজধানীতে ভোটাধিকারের দাবিতে গানের মিছিল
ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার দাবিতে গানের মিছিল করেছে লেখক-শিল্পী-শিক্ষক-সাংবাদিকবৃন্দ।
শুক্রবার (২৪ নভেম্বর) বিকেল ৪টায় এই গানের মিছিল করা হয়। মিছিলটি রাজধানীর শাহবাগ থেকে শুরু হয়ে মৎস্য ভবন-পল্টন হয়ে নূর হোসেন চত্বরে শেষ হয়।
বিজ্ঞাপন
বক্তারা বলেন, আজকের দেশ একটি কারাগারে পরিণত হয়েছে। আমরা আজকে স্বাধীনভাবে কথা বলতে পারি না। আমাদের কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। আমরা চাল-ডালের স্বাধীনতা চাই, আমরা রাস্তায় নিরাপদে হাঁটার স্বাধীনতা চাই, আমরা বাড়িতে পৌঁছানোর স্বাধীনতা চাই। আমরা সংঘাত চাই না, আমরা শান্তি চাই।
বক্তারা আরও বলেন, আমাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বাধা দিয়েছে। এই পুলিশ জনগণের পুলিশ নয় বরং এই পুলিশ সিন্ডিকেটের পুলিশ। এরা আমাদের ভোট দিতে বাধা প্রদান করে আবার এরাই ভোটের আগের রাতে ভোট প্রদান করে। আজকের গানের মিছিলে পুলিশি বাধার জন্য প্রতিবাদ জানাই।
গানের মিছিলে বিভিন্ন বিভিন্ন পর্যায়ের লেখক, বুদ্ধিজীবী, শিল্পী, শিক্ষক, সাহিত্যিকরা উপস্থিত ছিলেন।
কেএইচ/এমএ