বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ঢালী গ্রেপ্তার
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আতাউর রহমান ঢালীকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার দুপুর ২টার দিকে মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
তাৎক্ষণিকভাবে আতাউর রহমান ঢালীর ভাতিজা আবু হানিফ ঢালী আটকের বিষয়টি গণমাধ্যমকে জানান। তিনি বলেন, আজ দুপুর ২টার দিকে আতাউর রহমান ঢালীকে আটক করে নিয়ে গেছে র্যাব।
র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি শিহাব করিম জানান, মোহাম্মদপুর এলাকায় যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার অভিযোগে আতাউর রহমান ঢালীকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, মঙ্গলবার দুপুরে রাজধানীর বসিলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে র্যাব-২ এর একটি দল। তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, ২৮শে অক্টোবর বিএনপির মহাসমাবেশে সংঘর্ষের পর আতাউর রহমান ঢালীর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়।
এএইচআর/এমজে