এই আদালতেই আ.লীগের নিবন্ধন বাতিল হবে : জামায়াত নেতা রেজাউল
জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম সরকারকে উদ্দেশ করে বলেছেন, অবিলম্বে জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিন, সময় থাকতে পদত্যাগ করুন। তা না হলে টেনে-হিঁচড়ে ক্ষমতা থেকে নামানো হবে। পালানোর পথ পাবে না। আর এই আদালতেই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হবে।
জামায়াতের নিবন্ধন বাতিলের প্রতিবাদে মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত এক বিক্ষোভ পরবর্তী সমাবেশে এসব কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
বিক্ষোভ মিছিলটি মিরপুর-১ গোল চত্বর থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টেকনিক্যালে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন— কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিমুদ্দিন মোল্লা ও ডা. ফখরুদ্দীন মানিক, ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য মাওলানা মুহিব্বুল্লাহ, জামাল উদ্দিন, মু. আতাউর রহমান সরকার ও নাসির উদ্দিন, ছাত্রনেতা আসাদুজ্জামান,আব্দুর রহিম ও সালাহ উদ্দিন প্রমুখ।
ড. রেজাউল করিম বলেন, অবৈধ সরকার ন্যায়ভ্রষ্ট রায়ের মাধ্যমে জামায়াতের নিবন্ধন বাতিল করেছে। কিন্তু স্বাধীনতার পর সব জাতীয় সংসদের প্রতিনিধিত্বকারী জননন্দিত ও আদর্শবাদী রাজনৈতিক দলের বিরুদ্ধে এমন রায় জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে।
তিনি আগামী দিনের রাজপথের সব কর্মসূচিকে আরও জোরদার করার জন্য দলমত নির্বিশেষ সবার প্রতি আহ্বান জানান।
জেইউ/এমএ