ঢাকা-৭ আসনের বর্তমান সংসদ সদস্য হাজী মো. সেলিম আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। পাশাপাশি তার দুই ছেলেও একই আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

রোববার ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনটি ফরম সংগ্রহ করে সেলিম পরিবার।

সোলায়মান সেলিমের জনসংযোগ কর্মকর্তা কাওসার হাবিব এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, একটি নেওয়া হয়েছে হাজী মো. সেলিমের নামে, একটি তার বড় ছেলে সোলায়মান সেলিম ও অপরটি ছোট ছেলে ইরফান সেলিমের নামে। তিনটি ফরমই তোলা হয়েছে ঢাকা-৭ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করে।

তফসিল অনুযায়ী নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ভোটগ্রহণ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

২০১৮ সালের ৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচনের পর সংসদের প্রথম অধিবেশন বসে ২০১৯ সালের ৩০ জানুয়ারি। সংবিধান অনুযায়ী, তার আগে ৯০ দিনের মধ্যে ভোট হতে হবে। গত ১ নভেম্বর এবারের নির্বাচনের ক্ষণ গণনা শুরু হয়ে গেছে। ২৯ জানুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা আছে।

এসকেডি