মনোনয়ন ফরম সংগ্রহ করতে আসা নেতাকর্মীর ভিড়ে জনসমুদ্রে পরিণত হয়েছে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়। ভেতরে ঢুকতে এক প্রকার যুদ্ধে লিপ্ত হতে হচ্ছে মনোনয়নপ্রত্যাশী ও তাদের সমর্থকের। তবে স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পার হয়ে কার্যালয়ের ভেতরে ঢুকতে অনেকটাই চিড়ে চ্যাপ্টা অবস্থা বয়োজ্যেষ্ঠ ও নারী কর্মীদের। কেউ কেউ শৃঙ্খলা নিয়ে জানিয়েছেন ক্ষোভ।

রোববার (১৯ নভেম্বর) বেলা ৩টার দিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এলাকায় সরেজমিনে দেখা যায়, কার্যালয়ের প্রবেশ গেটে অপেক্ষায় আছেন সহস্রাধিক নেতাকর্মী। কেউ কেউ বাঁশের ব্যারিকেডের ওপর দিয়েও ভেতরে প্রবেশের চেষ্টা করছেন। এসময় নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি-হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনাও ঘটে।

একপর্যায়ে বেশ কিছুক্ষণের জন্য গেইট বন্ধ করে দেওয়া হয়। এ সময় মাইকেও বারবার মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে অতিরিক্ত কেউ যেন ভবনের ভেতর প্রবেশ না করে সে ব্যাপারে অনুরোধ করা হয়। অপেক্ষমাণ নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায়।

গোপালগঞ্জ থেকে মনোনয়ন জমা দিতে আসা এক নেতা ক্ষোভ জানিয়ে বলেন, চাইলে ব্যবস্থাপনা আরেকটু সুন্দর করা যেত। একটি গেট না করে একাধিক করলে ভালো হতো। স্বাভাবিকভাবেই এক একজন মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে শতাধিক নেতাকর্মী কার্যালয়ে এসেছে। এমনকি হুড়োহুড়ি করে সবাইকে নিয়ে ভেতরে ঢুকতে চাচ্ছে। এসব কারণেই সমস্যা হচ্ছে।

তিনি জানান, ভেতরে ঢুকতে অনেক কষ্ট হয়েছে। বিশেষ করে বয়স্ক এবং নারী নেত্রীদের জন্য অনেক সমস্যা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী এবং স্বেচ্ছাসেবক যারা রয়েছেন তারা যেন যথাযথ দায়িত্ব পালন করবেন।

রোজিনা খানম নামে আরেক নেত্রী বলেন, ভেতরে ঢুকতে গিয়ে ধাক্কাধাক্কিতে অবস্থা শেষ। তারপরও ভেতরে ঢুকতে পেরে ভালো লাগছে। আশা করছি- আমার নেতা মনোনয়ন পাবেন, আমরা সবাই মিলে শেখ হাসিনাকে খুশি করতে পারবো।

কার্যালয়ের সামনে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করা স্বেচ্ছাসেবকলীগ নেতা সুমন বলেন, মনোনয়ন সংগ্রহ এবং জমা কার্যক্রম আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য একটি উৎসব। উৎসবে একটু ধাক্কাধাক্কি হবে এটাই স্বাভাবিক।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার (১৮ নভেম্বর) থেকে শুরু হওয়া মনোনয়ন ফরম বিক্রি চলবে মঙ্গলবার পর্যন্ত(চারদিন)। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এ কার্যক্রম। দলটির কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম, তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগ এবং নিচ তলায় সব বিভাগের মনোনয়নপত্র জমা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

দ্বিতীয় দিনের প্রথম দেড় ঘণ্টায় ৩৩০টি মনোনয়ন ফরম বিক্রি করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। রোববার (১৯ নভেম্বর) সকাল ১০টায় দ্বিতীয় দিনে আওয়ামী লীগের কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়।

জানা গেছে, দ্বিতীয় দিনে ঢাকা বিভাগে ৭০টি, সিলেট বিভাগে ১৪টি, চট্টগ্রাম বিভাগে ৫৯টি, রংপুর বিভাগে ৩০টি, রাজশাহী ৪২টি, বরিশাল বিভাগে ৩২টি, খুলনা বিভাগে ৫১টি ও ময়মনসিংহ বিভাগে ৩২টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

টিআই/এমজে