বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে সরকারি দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে শর্তহীন সংলাপের আহ্বান জানিয়ে চিঠি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। বিএনপির পক্ষে থেকে সেই চিঠির জবাব দেওয়া হয়েছে। 

বুধবার বিএনপির পক্ষ থেকে পাল্টা চিঠিতে সেই জবাব দেওয়া হয়। 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, চিঠিতে সংলাপের আহ্বানের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে সাধুবাদ জানানো হয়েছে। একইসঙ্গে বর্তমান পরিস্থিতিতে দেশে কার্যত সংলাপের যে কোনো পরিবেশ নেই তাও উল্লেখ করা হয়েছে। 

তিনি আরও বলেন, সংকট উত্তরণে এখন সরকারকে আলোচনার উদ্যোগ ও পরিবেশ সৃষ্টি করতে হবে। এ দায়িত্ব সরকারের।

এএইচআর/এনএফ