‘শ্রমিকদের টাকায় এমপি-মন্ত্রীরা বিদেশে ফুর্তি করছেন’
শ্রমিকদের টাকায় অবৈধ সরকারের এমপি-মন্ত্রীরা আজ বিদেশে গিয়ে আমোদ-ফুর্তি করছেন বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব (ভারপ্রাপ্ত) ফারুক হাসান।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) প্রেস ক্লাবের সামনে গাজীপুরে শ্রমিক আন্দোলনে পুলিশের গুলিতে এক নারী শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, আওয়ামী সরকার আজ এতটাই জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে যে তারা এখন শ্রমিকদের বুকে গুলি চালাতেও দ্বিধা-বোধ করে না। শ্রমিক ভাইদের রক্ত এবং ঘামে শেখ হাসিনা আজ গণভবনে বিলাসী জীবন যাপন করছেন। শ্রমিকদের টাকায় অবৈধ সরকারের এমপি-মন্ত্রীরা দেশে বিদেশে আমোদ-ফুর্তি করছেন। অথচ আমার দেশের শ্রমিকরা ৩ বেলা দু-মুঠো খাবার পাচ্ছে না। এখন পর্যন্ত শ্রমিক আন্দোলনে ৩ জন শ্রমিককে হত্যা করা হয়েছে। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। একইসঙ্গে সুষ্ঠু বিচার দাবি করছি।
সমাবেশে গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব তারেক রহমান বলেন, পোশাক শ্রমিকদের জন্য বেশি নয় ৬টি শার্টের মূল্য দাবি করছি। যে ৩ জন শ্রমিককে হত্যা করা হয়েছে, প্রতিটি হত্যার বিচার করতে হবে। আজকে আওয়ামী সরকার পুলিশকে ব্যবহার করে শুধু বিরোধী দলগুলোর নেতাকর্মী নয়, শ্রমিকদের বুকে গুলি চালিয়ে ঝাঁজরা করে দিচ্ছে। কোনো আন্দোলনই সহ্য করতে পারছে না ভোটারবিহীন এ সরকার।
সংক্ষিপ্ত সমাবেশে গণঅধিকার পরিষদ নেতা মোজাম্মেল মিয়াজির সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, গণনেতা কর্নেল অবসরপ্রাপ্ত মিয়া মসিউজ্জামান, অ্যাডভোকেট শিরিন আকতার, জিয়াউর রহমান, শামসুদ্দিন, আরিফ বিল্লাহ, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব ইমামউদ্দিন, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ; যুব অধিকার পরিষদের আহ্বায়ক সাকিব হোসাইন; ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব মুনতাসীর মাহমুদসহ প্রমুখ।
ওএফএ/এসকেডি