রাজধানীর পুরান ঢাকায় বাসে আগুন দেওয়ার চেষ্টার সময় ঢাকা কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. জামাল হোসেনকে (২৯) আটক করেছে পুলিশ। রোববার (৫ নভেম্বর) রাত ৯টার দিকে বংশাল থানা পুলিশ তাকে আটক করে।

এসময় তার কাছ থেকে আধা কেজি গান পাউডার, পেট্রোল ও তুলা উদ্ধার করা হয় বলে আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির লালবাগ জোনের উপ পুলিশ কমিশনার (ডিসি) জাফর হোসেন।

তিনি বলেন, রোববার রাত ৯টার দিকে মিরপুর থেকে সদরঘাটগামী তানজিল পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করেছিলেন জামাল হোসেন। বিষয়টি টের পেয়ে সঙ্গে সঙ্গে ওই বাসের চালক ও তার সহকারী তাকে ধরে ফেলেন। সে সময় পুলিশের দুটি টহল টিম সেখানে উপস্থিত হয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। বিষয়টি অধিকতর তদন্ত করে তার বিরুদ্ধে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

এর আগে রোববার সকালে অবরোধের সমর্থনে ধানমন্ডির পিলখানা গেট এলাকায় করা ঢাকা কলেজ ছাত্রদলের ঝটিকা মিছিল থেকে কলেজ ছাত্রদলের শিক্ষা বৃত্তি ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মো. সবুর খান গ্রেপ্তার হয়েছেন বলে জানা গেছে।

আরএইচটি/এসএসএইচ