প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির (জাপা) ১৭ জন সংসদ সদস্য (এমপি)। 

বুধবার (১১ অক্টোবর) সন্ধ্যায় মাগরিবের নামাজের পর সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে সাক্ষাৎ করেন তারা। তবে, দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেনি বলেও জানা গেছে। 

এ বিষয়ে জানতে চাইলে জাপার কো-চেয়ারম্যান ও সংসদ সদস্য (এমপি) সৈয়দ আবু হোসেন বাবলা ঢাকা পোস্টকে বলেন, আমরা ১৭ জন এমপি সংসদ নেতা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি। এখানে নির্বাচনের বিষয়ে কোনো কথা হয়নি। সেখানে ২০ মিনিট ছিলাম, এটি কেবল চা চক্র ছিল।

দলের মহাসচিব কেন সাক্ষাৎ করেনি, জানতে চাইলে বলেন, দলের চেয়ারম্যান ও মহাসচিব তো কোনো অনুষ্ঠান ছাড়া এইভাবে সাক্ষাৎ করতে পারেন না। চেয়ারম্যান সংসদে ছিলেন না। আর মহাসচিব থাকলেও দেখা করতে যাননি।

তিনি বলেন, মূলত এমপি রওশন আরা মান্নানের মাধ্যমে ১৭ এমপি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যাই। কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে কথা বলেছেন চারজন। তারা হলেন, কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবু হোসেন বাবলা, রওশন আরা মান্নান ও রুস্তম আলী ফরাজী। বাকি সবাই বাইরে দাঁড়িয়ে ছিলাম।

নাম না প্রকাশে অনিচ্ছুক জাপার একজন এমপি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে তেমন কথা বলার সুযোগ ছিল না। নির্বাচন নিয়ে হালকা কথা হয়েছে। এর বাইরে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কিছু কথা হয়েছে।

এএইচআর/কেএ