মহাসমাবেশে পুলিশি হামলার অভিযোগে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে রাজধানীতে মিছিল করেছে গণতন্ত্র মঞ্চ।

রোববার (২৯ অক্টোবর) রাজধানীর পল্টন মোড়ে এ মিছিল করে দলটি।

মিছিল শেষে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে৷ আমরা এর প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই। আমরা ভোটার অধিকারের জন্য আন্দোলন করছি। এই সরকারের সব হামলা মামলা ষড়যন্ত্র মোকাবিলা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, কোনো ষড়যন্ত্রই এই আন্দোলনকে নিশ্চুপ করতে পারবে না। জনগণের এই আন্দোলন সফল হবেই।

এর আগে শনিবার (২৮ আক্টোবর) নয়াপল্টনে বিএনপির সমাবেশ ছিল। সমাবেশ শুরুর আগেই কাকরাইলে দুপুর থেকে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সেই সংঘর্ষ পরে বিজয়নগর পানির ট্যাংক ও শান্তিনগর এলাকায় ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বেলা তিনটার দিকে বিএনপির সমাবেশ পণ্ড হয়ে যায়। সমাবেশ পণ্ড হওয়ার আগমুহূর্তে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকের হরতালের ঘোষণা দেন। পরে জামায়াতে ইসলামীও আলাদা করে হরতাল আহ্বান করেছে।

এমএম/এমএসএ