দেশজুড়ে বিএনপি-জামায়াতের ডাকা হরতাল বিরোধীতা করে রাজধানীতে ঝটিকা মিছিল করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)৷

রোববার (২৯ অক্টোবর) পুরানা পল্টন থেকে জাতীয় প্রেসক্লাব হয়ে আবার পল্টনে এসে শেষ হয় মিছিলটি৷

হরতাল বিরোধী এ মিছিলে প্রধান বিচারপতির বাসভবনে হামলা, জাজেস কমপ্লেক্সে হামলা, আগুন-সন্ত্রাস, পুলিশ হত্যা ও সাংবাদিক নির্যাতন ও দেশের সাধারণ মানুষের ওপর হামলার প্রতিবাদে নানা স্লোগান দেওয়া হয়৷

এর আগে শনিবার (২৮ আক্টোবর) নয়াপল্টনে বিএনপির সমাবেশ ছিল। সমাবেশ শুরুর আগেই কাকরাইলে দুপুর থেকে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সেই সংঘর্ষ পরে বিজয়নগর পানির ট্যাংক ও শান্তিনগর এলাকায় ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বেলা তিনটার দিকে বিএনপির সমাবেশ পণ্ড হয়ে যায়। সমাবেশ পণ্ড হওয়ার আগমুহূর্তে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকের হরতালের ঘোষণা দেন। পরে জামায়াতে ইসলামীও আলাদা করে হরতাল আহ্বান করেছে।

এমএম/এমএসএ