হাজার হাজার নেতাকর্মী নিয়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশে যোগ দিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।

শনিবার (২৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে দেড় সহস্রাধিক গাড়িতে করে দোয়েল চত্বর এলাকায় প্রায় অর্ধলাখ নেতাকর্মী নিয়ে জড়ো হন তিনি।

পরে দুপুর সোয়া ২টার দিকে দোয়েল চত্বর থেকে মিছিল নিয়ে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের সমাবেশে মিলিত হন।

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর বলেন, আজকের শান্তি সমাবেশ সফল করতে প্রায় ৫০ হাজার নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ নিয়ে এসেছি।

তিনি বলেন, বিএনপি-জামায়াতের যেকোনো ধরনের সহিংসতা মোকাবিলা করতে আমরা প্রস্তুত। দলের জন্য যেকোনো ত্যাগ স্বীকার করতে আমি প্রস্তুত আছি।

এমএসআই/এসএসএইচ