রড, বাঁশ ও স্ট্যাম্প হাতে নিয়ে বায়তুল মোকাররম এলাকায় আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে যোগ দিতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রলীগ নেতাকর্মীরা।

শনিবার (২৮ অক্টোবর) দুপুরে ছাত্রলীগের নেতাকর্মীদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাস্তায় মহড়া দিতে দেখা যায়। পরবর্তীতে তারা মিছিল নিয়ে সমাবেশের দিকে যাত্রা করেন।

সরজমিনে দেখা যায়, ঢাবি ক্যাম্পাসের মধুর ক্যান্টিন, ভিসি চত্বর, টিএসসির রাজু ভাস্কর্যের সামনে নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন। এ সময় তাদের অনেকের হাতে রড, বাঁশ ও স্ট্যাম্প ছিল। 

আওয়ামী লীগের সমাবেশে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের নাশকতা রুখতে তাদের এই প্রস্তুতি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের হলের কয়েকজন ছাত্রলীগ নেতা।

এদিকে জগন্নাথ হলের এক ছাত্রলীগ নেতাকে বস্তা ভর্তি রড আর রামদা নিয়ে জগন্নাথ হলের সন্তোষচন্দ্র ভট্টাচার্য ভবনের বাম ব্লকের তিনতলায় যেতে দেখা গেছে। অন্যদিকে বঙ্গবন্ধু হল ছাত্রলীগের একদল নেতাকর্মীকে হাতে রড, স্ট্যাম্প নিয়ে হল পাড়া হয়ে টিএসসির দিকে আসতে দেখা যায়।

সার্বিক বিষয়ে ছাত্রলীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আজকে বিএনপি ও জামায়াত আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে নাশকতার পাশাপাশি সারাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। তাছাড়া ছাত্রদলের গুন্ডারা সন্ত্রাসী কার্যক্রম চালাতে এবং ক্যাম্পাসে পড়াশোনার সুষ্ঠু পরিবেশ নষ্ট করতে অপতৎপরতা চালাতে পারে। তাদের পরিকল্পনা নস্যাৎ করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী প্রস্তুত রয়েছে।

কেএইচ/এসকেডি