রাজধানীর কাকরাইল মোড়ে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি যাত্রীবাহী বাসও ভাঙচুর করা হয়।

শনিবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলে প্রায় ১০-১৫ মিনিট। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা সমাবেশস্থলে যাওয়ার জন্য কাকরাইল মোড়ে আসলে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের দুই পক্ষের কিছু লোক আহত হয়েছেন এবং বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে।

এর আগে সকাল ১০টা থেকেই রাজধানীর নায়াপল্টন ও বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে জড়ো হতে থাকেন আওয়ামী লীগ ও বিএনপির নেতারা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দুই স্থানেই নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। 

এদিকে ক্রিকেট খেলার স্ট্যাম্প ও পাইপে জাতীয় পতাকা লাগিয়ে এবং লাঠি হাতে শান্তি সমাবেশে উপস্থিত হতে দেখা যায় আওয়ামী লীগের নেতাকর্মীদের। শনিবার (২৮ অক্টোবর) সকাল ১০টা থেকেই নেতাকর্মীরা সমাবেশ স্থলে আসতে শুরু করেন। 

সরেজমিনে দেখা যায়, দুপুর সাড়ে ১১টার দিকে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের সামনে সমাবেশ শুরু হয়। ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ এ শান্তি সমাবেশের আয়োজন করে। 

এমএসি/এসকেডি