পোস্টার বিছিয়ে ফুটপাতে রাত কাটালেন বিএনপির শতশত নেতাকর্মী
৭৮ বছর বয়সী চাঁদপুরের মোড়ল বেপারী। বিএনপির মহাসমাবেশে যোগ দিতে লঞ্চে রাত ১টায় ঢাকায় নামেন। তারপর সরাসরি চলে আসেন নয়াপল্টনে। বৃদ্ধ মোড়ল বেপারী খিচুড়ি খেয়ে বিএনপির অফিসের বিপরীত পাশের ফুটপাতে রাত কাটান। পোস্টার বিছিয়ে হাতে মাথা রেখেই কেটে যায় একটি রাত।
সকাল ৮টায় কথা হয় তার সঙ্গে। তিনি ঢাকা পোস্টকে বলেন, বিএনপিকে ভালোবাসি তাই এই বৃদ্ধ বয়সে সমাবেশে চলে এসেছি। আমি খালেদা জিয়ার মুক্তির জন্য এসেছি।
বিজ্ঞাপন
শুধু মোড়ল বেপারী নন, বিএনপির শতশত নেতাকর্মী গতকাল রাতে রাস্তায় ঘুমিয়ে কাটিয়েছেন।
পটুয়াখালীর কুয়াকাটার স্বেচ্ছাসেবক দলের নেতা হাবিবুর রহমান। তিনি রাত কাটিয়েছেন নয়াপল্টনের ফুটপাতে। ঢাকা পোস্টকে হাবিবুর রহমান বলেন, রাতে গুলিস্তান থেকে খেয়ে এসে রাস্তায় ঘুমিয়েছি। আমার মতো হাজারো নেতাকর্মী এখানে রাত কাটিয়েছেন।
কোন কষ্টই কষ্ট মনে করছি না। আমরা শেখ হাসিনার পদত্যাগ চাই। খালেদা জিয়ার মুক্তি চাই।
রাজশাহী মহানগরের যুবদল কর্মী সাইদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, রাতে ফুটপাতে শুয়ে কোনো কষ্ট হয়নি। আমাদের কষ্ট খালেদা জিয়ার জন্য। আমরা খালেদা জিয়ার মুক্তি চাই। বিদেশে চিকিৎসা চাই। সুষ্ঠু নির্বাচন চাই। আমরা যেকোনো ত্যাগ শিকার করতে প্রস্তুত আছি।
এদিকে সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ের মহাসমাবেশকে কেন্দ্র করে ভোর থেকেই নয়াপল্টনে জনতার ঢল নেমেছে। দেশের বিভিন্ন জেলা থেকে এসে রাজধানীতে অবস্থান করা নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল সহকারে সমাবেশস্থলে আসছেন। নেতাকর্মীদের মিছিল, স্লোগানে মুখরিত হয়েছে গোটা নয়াপল্টন এলাকা। তাদের হাতে দলীয় ও জাতীয় পতাকা শোভা পাচ্ছে। এরই মধ্যে নাইটিঙ্গেল মোড় থেকে পল্টন থানা পর্যন্ত কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।
আরও পড়ুন
মহাসমাবেশে নাটোর থেকে আসা বিএনপি কর্মী গিয়াস উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, ভোরে আমরা শতাধিক নেতাকর্মী ঢাকায় পৌঁছেছি। সরাসরি সমাবেশে এসেছি। পথে পথে তল্লাশি করা হয়েছে। ভয়কে জয় করে আমরা সমাবেশে এসেছি। নোয়াখালীর বিএনপি নেতা জায়েদ ইকবাল বলেন, শত বাধা বিপত্তি পেরিয়ে আমরা সমাবেশে এসেছি।
রাজশাহীর মহিলা দলের নেত্রী পারুল বেগম বলেন, আমরা মাইক্রোবাসে করে ঢাকা এসেছি। রাতে মাইক্রোর মধ্যেই কাটিয়েছি।
চাঁদপুরের ৬০ বছর বয়সী বিএনপি কর্মী নাজমুল করিম বলেন, লঞ্চে আমরা কয়েকশ নেতাকর্মী চাঁদপুর থেকে এসে সদরঘাটে নেমেছি। তারপর সোজা মিছিল সহকারে সমাবেশে এসেছি। আমরা শেখ হাসিনার পদত্যাগ চাই।
গতকাল রাতে ২০ শর্তে বিএনপিকে নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে অনুমতি দেয় ঢাকা মহানগর পুলিশ।
এমএইচডি/এনএফ