বিদেশি চিকিৎসকরা সফলভাবে খালেদা জিয়ার অপারেশন করেছেন
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসা চিকিৎসকরা অত্যন্ত সফলভাবে অপারেশন করতে পেরেছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ (শুক্রবার) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।
বিজ্ঞাপন
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘ম্যাডামের চিকিৎসার জন্য বিদেশে থেকে তিন জন বিশেষজ্ঞ চিকিৎসক এসেছিলেন। গতকাল সন্ধ্যায় তারা অত্যন্ত সফলভাবে, তারা যে কাজে এসেছিলেন, সেই পদ্ধতি তারা করতে পেরেছেন।’
খালেদা জিয়া এখন সিসিইউতে আছেন বলেও জানান মির্জা ফখরুল।
এএইচআর/এনএফ