সিসিইউতে খালেদা জিয়া, হবে ছোট অপারেশন
হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কেবিন থেকে সিসিইউতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে যুক্তরাষ্ট্র থেকে আসা ৩ চিকিৎসক দলের সঙ্গে মেডিকেল বোর্ডের বৈঠক শেষে কেবিন থেকে সিসিইউতে নেওয়া হয় সাবেক এই প্রধানমন্ত্রীকে। সেখানে তার ছোট একটি অপারেশন হতে পারে।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান ঢাকা পোস্টকে বলেন, ম্যাডামের সিসিইউতে নেওয়া কিংবা অপারেশন হওয়ার কোনো খবর আমার কাছে নেই।
বিজ্ঞাপন
তবে হাসপাতালের একটি সূত্রে জানা গেছে, খালেদা জিয়া বর্তমানে সিসিইউতে আছেন। সেখানে তার ছোটখাটো একটা অপারেশন হওয়ার কথা রয়েছে। তবে সেটা লিভার ট্রান্সপ্ল্যান্ট নয়।
আরও পড়ুন
এর আগে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বেলা ২টার দিকে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান বিদেশি চিকিৎসকরা। এরপর সন্ধ্যায় মেডিকেল টিমের সদস্যদের সঙ্গে বৈঠক করেন তারা।
খালেদা জিয়ার চিকিৎসার কাজে গতকাল যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় আসেন ডা. ক্রিস্টোস জর্জিয়াডস, জেমস পিটার অ্যাডাম হ্যামিল্টন ও হামিদ আহমেদ আবদুর রব। তার মধ্যে দুইজন গতকাল রাতে খালেদা জিয়াকে দেখে আসেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লিভার সিরোসিসে ভুগছেন। এছাড়া আর্থরাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহ নানা জটিলতা রয়েছে তার। গত বছরের জুনে তার এনজিওগ্রাম করা হলে হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়।
এএইচআর/এসকেডি