ফুঁসে উঠেছে দেশবাসী, পতনের আওয়াজ আসছে রাজপথ থেকে : রিজভী
রাজপথ থেকে স্বৈরাচার পতনের আওয়াজ আসছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আগামী শনিবার আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে সারাদেশের গণমানুষের ঢাকামুখী প্রবল তরঙ্গ স্রোত ধেয়ে আসছে। স্বৈরাচার পতনের আওয়াজ আসছে রাজপথ থেকে। এ যৌবন জলতরঙ্গ রোধিবি কি দিয়া, বালির বাঁধের দৃশ্যপট রচিত হয়েছে। ফুঁসে উঠেছে গোটা দেশবাসী।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
রিজভী বলেন, ‘স্বৈরাচারীনি মানব দৈত্যের পতনের কাউন্টডাউন চলছে। আকাশে বাতাসে, প্রতিটি জনপদে জনরব উঠেছে—‘দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ।’ এতে নিশিরাতের সরকারের অবৈধ মন্ত্রী-এমপি-নেতা-আওয়ামী পুলিশ কর্মকর্তাদের আতংকে হৃদকম্পন অস্থিরতায় সুষুপ্তি হারাম হয়ে গেছে।
তিনি আরও বলেন, জনগণের আন্দোলনের জলোচ্ছ্বাস রুখতে এই পলায়নপর ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতারা আবারও ২০০৬ সালের ২৮ অক্টোবরের মতো লগি-বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ হত্যার নির্দেশ দিচ্ছেন। গান পাউডার ছিটিয়ে আগুন দিয়ে বাসযাত্রী পুড়িয়ে মারার বিভৎস আগুন সন্ত্রাসীদের দল আওয়ামী লীগের নেতারা বিরোধীদলের নেতাকর্মীদের ওপর আক্রমণের নির্দেশ দিচ্ছেন। ওবায়দুল কাদের বিএনপিকে ঘেরাও করে মারার হুমকি দিচ্ছেন।
২৮ অক্টোবরের মহাসমাবেশ শান্তিপূর্ণ হবে উল্লেখ করে রিজভী বলেন, কিন্তু গতকাল আওয়ামী লীগ নেতারা তাদের দলীয় ক্যাডারদের মোটা-মোটা লাঠি নিয়ে আসার নির্দেশ দিয়ে ঢাকাকে নৈরাজ্যপুরিতে পরিণত করার নির্দেশ দিয়েছেন।
রিজভী দাবি, গতকাল রাতে রাজধানীসহ সারাদেশে ১৫০ জনের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, সহ-দফতর সম্পাদক মো. মুনির হোসেন, নির্বাহী কমিটির সদস্য তারিকুল ইসলাম তেনজিং প্রমুখ উপস্থিত ছিলেন।
এএইচআর/এসএম