মেডিকেল বোর্ডের সঙ্গে বৈঠকে বসছেন খালেদার বিদেশি চিকিৎসকরা
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সঙ্গে বৈঠক করতে এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন বিদেশি তিন চিকিৎসক।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বেলা ২টার দিকে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান এই বিদেশি চিকিৎসকরা। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির।
বিজ্ঞাপন
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনের বরাতে শায়রুল কবির জানান, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আমেরিকান বিশেষজ্ঞ চিকিৎসকরা কিছুক্ষণ আগে বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন।
এর আগে আজ সকালে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, আজ খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সঙ্গে বৈঠক করবেন বিদেশি তিন চিকিৎসক।
প্রসঙ্গত, খালেদা জিয়ার চিকিৎসার কাজে গতকাল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় আসেন ডা. ক্রিস্টোস জর্জিয়াডস, জেমস পিটার অ্যাডাম হ্যামিল্টন ও হামিদ আহমেদ আবদুর রব। তার মধ্যে দুইজন গতকাল রাতে খালেদা জিয়াকে দেখে আসেন।
৭৮ বছর বয়সী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া লিভার সিরোসিসে ভুগছেন। এছাড়া আর্থরাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহ নানা জটিলতা রয়েছে তার। গত বছরের জুনে তার এনজিওগ্রাম করা হলে হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়।
এএইচআর/এমজে