দেশে পুলিশের পাশাপাশি আনসার বাহিনীকে আটকের ক্ষমতা দিয়ে প্রস্তাবিত নতুন বিলের কঠোর সমালোচনা করেছে গণসংহতি আন্দোলন। দলটি বলছে, বিরোধীদের দমন–পীড়নের শক্তি বাড়াতেই এমনটা করা হচ্ছে। 

মঙ্গলবার (২৪ অক্টোবর) সংবাদ মাধ্যমে পাঠানো বিবৃতিতে দলের নেতারা বিলের প্রতিবাদ জানান।

সংগঠনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বিবৃতিতে বলেছেন, আনসার সদস্যদের আটকের ক্ষমতা দিয়ে আইন প্রণয়ন করতে সরকার জাতীয় সংসদে যে বিল উত্থাপন করেছে—এটি ফ্যাসিবাদী সরকারের অবৈধ শাসনকে আরও পাকাপোক্ত করবে। 

বিবৃতিতে বলা হয়, চলমান এক দফা আন্দোলনে ভীত হয়ে সরকার দমন-পীড়নের শক্তি বাড়াতেই আনসার বাহিনীকে আটকের ক্ষমতা দেওয়ার চেষ্টা করছে। বিরোধীদের দমন ছাড়া এর পেছনে আর কোনো কারণ নেই।

এই বিল পাস না করার আহ্বান জানিয়ে দলটির নেতারা বলেছেন, দেশের অভ্যন্তরে নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পুলিশ বাহিনীর হাতে। এখানে আনসারকে আটকের ক্ষমতা দেওয়া হলে জনগণের ভোগান্তি বাড়বে। এছাড়া পুলিশের কাজও বিভক্ত হয়ে যাবে। 

প্রসঙ্গত, ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমোদনক্রমে অপরাধীকে আটক করতে পারবেন আনসার ব্যাটালিয়নের সদস্যরা। এমন বিধান রেখে সোমবার (২৩ অক্টোবর) ‘আনসার ব্যাটালিয়ন বিল, ২০২৩’ জাতীয় সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

এমএসএ