সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আয়োজিত সমাবেশে অংশ নিতে সকাল থেকে আসতে শুরু করেছেন বিএনপি নেতাকর্মীরা। বুধবার (১৮ অক্টোবর ) দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে এই সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। কিন্তু সকাল ৯টার পর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে সড়কে সমাবেশস্থলে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। 

সমাবেশ উপলক্ষ্যে সকাল ৭টার কিছু পর থেকে পিকআপ ভ্যানে অস্থায়ী মঞ্চ তৈরির কাজ শুরু হয়। আশপাশের সড়কে লাগানো হয় মাইক। আর সমাবেশে অংশ নেওয়া সাধারণ নেতাকর্মীদের বসার জন্য সড়কে বিছানো হয় কার্পেট। আর অপেক্ষাকৃত সিনিয়র নেতাদের বসার জন্য কিছু চেয়ারও রাখা হয়েছে। 

ঢাকা মহানগর বিএনপির আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া দলের স্থায়ী কমিটির নেতারাও সমাবেশে অংশ নেবেন। 

দেখা গেছে, সকাল ৯টার কিছু পর থেকে ব্যানার-ফেস্টুনসহকারে ছোট-ছোট মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন বিএনপিসহ দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারা সরকারের পদত্যাগের দাবির পাশাপাশি খালেদা জিয়াসহ কারাবন্দি নেতাদের মুক্তি দাবিতে স্লোগান দিতেও দেখা যায় তাদের। 

অন্যদিকে সমাবেশমঞ্চ তৈরি পাশের সড়কে যান চলাচল যেন পুরোপুরি বন্ধ না হয় তার জন্য পুলিশের কিছু সদস্যকে দায়িত্ব পালন করতেও দেখা যায়।

বিএনপির সূত্রে জানা গেছে, সমাবেশ থেকে একদিনের কর্মসূচির ঘোষণা আসতে পারে। দুর্গাপূজার পর আগামী ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশ কর্মসূচি দেবে বিএনপি। সেই সমাবেশ থেকে সরকারের পদত্যাগের চূড়ান্ত আন্দোলনের ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হবে।

এদিকে বিএনপির এই সমাবেশকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার রাতে রাজধানী থেকে দলটির ২০ জনের বেশি নেতাকর্মীকে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে বলে অভিযোগ উঠেছে। সমাবেশ নিয়ে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা নানান অপ্রচার চালাচ্ছে অভিযোগ করেছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এএইচআর/এমএ