টিকার দ্বিতীয় ডোজ নিলেন সাঈদ খোকন

করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সাঈদ খোকন।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) মহাখালীতে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট হাসপাতালে সপরিবারে তিনি করোনার টিকা নিয়েছেন বলে জানিয়েছেন তার জনসংযোগ কর্মকর্তা মোহা. হাবিবুল ইসলাম সুমন।

টিকা নেওয়ার পর সাঈদ খোকন বলেন, আলহামদুলিল্লাহ, ভালো আছি। করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিয়েছি। এখন পর্যন্ত শারীরিকভাবে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া অনুভব করছি না। 

দেশে করোনা টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে। দুই মাস আগে প্রথম ডোজ গ্রহণকারীদের এ ডোজ দেওয়া হচ্ছে। একইসঙ্গে টিকার প্রথম ডোজ দেওয়ার কার্যক্রমও চলছে। 

গত ২৭ জানুয়ারি দেশে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু হলেও আনুষ্ঠানিকভাবে প্রয়োগ শুরু হয় ৭ ফেব্রুয়ারি থেকে। এ কার্যক্রমের আওতায় একজন ব্যক্তিকে দুই ডোজ টিকা নিতে হবে।

এএসএস/আরএইচ