বৃষ্টির জন্য আওয়ামী লীগের জনসমাবেশ স্থগিত
বাংলাদেশকে এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্যে ‘স্বপ্নের সাথে বাস্তবতার সংযোগ’ স্লোগান নিয়ে শনিবার (৭ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন এর আংশিক অংশের উদ্বোধন করা হবে।
টার্মিনাল উদ্বোধন উপলক্ষ্যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ লক্ষাধিক লোকের উপস্থিতিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে কাওলা মাঠে জনসমাবেশ করবে— এমন ঘোষণা আগেই দিয়েছিল। কিন্তু শেষ সময়ে এসে সেটি বাতিল করা হয়েছে।
বিজ্ঞাপন
আগামী ২৪ ঘণ্টা ভারী বৃষ্টি অব্যাহত থাকবে— এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভারী বৃষ্টিতে নেতাকর্মীদের চরম দুর্ভোগ এবং সমর্থকদের বিড়ম্বনা পোহাতে হতে পারে— এমন আশঙ্কা থেকে আগামীকালের (শনিবার) ‘জনসমাবেশ বাতিল করা হয়েছে’ বলে ঢাকা পোস্টকে জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক উইলিয়াম প্রলয় সমাদ্দার
আগামী ২৪ ঘণ্টা ভারী বৃষ্টি অব্যাহত থাকবে— এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভারী বৃষ্টিতে নেতাকর্মীদের চরম দুর্ভোগ এবং সমর্থকদের বিড়ম্বনা পোহাতে হতে পারে— এমন আশঙ্কা থেকে আগামীকালের (শনিবার) ‘জনসমাবেশ বাতিল করা হয়েছে’ বলে ঢাকা পোস্টকে জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক উইলিয়াম প্রলয় সমাদ্দার।
শুক্রবার (৬ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা পোস্টকে তিনি বলেন, আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আগামীকাল শনিবার কাওলা সিভিল এভিয়েশন মাঠের জনসমাবেশ স্থগিত করা হয়েছে। স্থগিত সমাবেশ আগামী শনিবার (১৪ অক্টোবর) দুপুর ২টায় একই স্থানে অনুষ্ঠিত হবে।’
‘তবে, বিমানবন্দরের মধ্যে আয়োজিত সুধী সমাবেশ যথাসময়ে অনুষ্ঠিত হবে। শুধু বাইরের কাওলা মাঠে যে জনসমাবেশ, সেটি স্থগিত করা হয়েছে।’
এর আগে, সুধী সমাবেশ আয়োজন উপলক্ষ্যে সবধরনের প্রস্তুতি নেয় দলটি। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ঢাকা পোস্টকে বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের উদ্বোধন উপলক্ষ্যে সুধী সমাবেশের জন্য আমাদের ভালো প্রস্তুতি রয়েছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ের সুধী সমাবেশে যে রকম প্রস্তুতি ছিল, একই রকম প্রস্তুতি আমাদের আছে। ঢাকা- ১৮ আসনের মধ্যে এটি পড়েছে। সেখানকার নেতাকর্মীরাও ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন।
তিনি আরও বলেন, ‘সুধী সমাবেশে আমাদের টার্গেট লক্ষাধিক লোকের। যদিও অনেকে অনেক কথা বলেন, দেড় লাখ, দুই লাখ...। ওই রকম না, লক্ষাধিক আমাদের টার্গেট। এদিন ঢাকা শহর আওয়ামী লীগের দখলে থাকবে। প্রতিটি থানা ও ওয়ার্ড পর্যায় থেকেও নেতাকর্মীরা অংশ নেবেন।’
দলীয় সূত্র মতে, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রচারে এবং নির্বাচনকে কেন্দ্র করে জনগণের মধ্যে সরকারের প্রতি ইতিবাচক মনোভাব তৈরি করতে দলটির এমন উদ্যোগ বলে ধারণা করা হচ্ছে। গত ২৫ সেপ্টেম্বর ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে জনসমাগমের বিষয়টি নিয়ে নির্দেশনা দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।
ওই সমাবেশে তিনি বলেন, আজ এখানে আপনাদের যে উপস্থিতি, আগামী দিনেও আমরা এটি দেখতে চাই। আগামী ৭ অক্টোবর প্রধানমন্ত্রী বিমানবন্দরের থার্ড টার্মিনালের উদ্বোধন করবেন। সেখানে আপনারা চলে আসবেন। দুই লাখ লোক সমাগমের জন্য হাবিব (ঢাকা- ১৮ আসনের এমপি হাবিব হাসান) ভাইকে দায়িত্ব দেওয়া হয়েছে। সমাবেশ শেষে নিজের নেতাকর্মীদেরও একই নির্দেশনা দেন ঢাকা- ১৮ আসনের সংসদ সদস্য হাবিব হাসান।
আরও পড়ুন
টার্মিনালের ৯০ শতাংশ কাজ শেষ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের জন্য প্রস্তুত। নতুন এ টার্মিনালের প্রায় ৯০ শতাংশ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। গত ৩ অক্টোবর নতুন টার্মিনালের ভেতরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান বলেন, ‘টার্মিনালটি আংশিকভাবে ৭ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের জন্য প্রস্তুত আছে।’
তিনি বলেন, অধিকাংশ সুযোগ-সুবিধাসংবলিত পুরো টার্মিনাল ভবনটি এখন দৃশ্যমান। অভ্যন্তরীণ সজ্জা ও বিভিন্ন যন্ত্রপাতি স্থাপনের কাজ প্রায় শেষ হয়েছে। আংশিক উদ্বোধনের জন্য আমাদের ৯০ শতাংশ কাজ সম্পন্ন করা দরকার। এখন পর্যন্ত ৮৯ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। আগামী বছরের শেষের দিকে টার্মিনালটি যাত্রীদের ব্যবহারের জন্য পুরোপুরি চালু হবে।
আংশিক উদ্বোধনের পর সিস্টেম ইন্টিগ্রেশন এবং ক্যালিব্রেশনের কাজ শুরু হবে বলে জানান মফিদুর রহমান। তিনি বলেন, আট মাসের মধ্যে এটি শেষ হবে বলে আশা করা হচ্ছে।
তৃতীয় টার্মিনালের ডাবল এন্ট্রি ব্রিজসহ ১২টি বোর্ডিং গেট আগামী বছরের মধ্যে চালু হবে। পরবর্তী ১৪টি বোর্ডিং ব্রিজ পরবর্তী সময়ে চালু হবে। টার্মিনালটি পুরোদমে চালুর পর শাহজালাল বিমানবন্দরের বার্ষিক যাত্রী হ্যান্ডলিং ক্ষমতা দাঁড়াবে দুই কোটি, যা বর্তমানে মাত্র ৮০ লাখ।
এমএসআই/এমজে