গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে রাজধানীতে সংহতি সমাবেশের আয়োজন করেছে নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ। তবে বৃষ্টির বাধায় নির্ধারিত সময় পার হলেও শুরু হয়নি সমাবেশ। এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন বলেও জানা গেছে।

শুক্রবার (৬ অক্টোবর) রাজধানীর বিজয় নগর কালভার্ট রোড়ে বেলা ২টায় এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে কিছুটা বিলম্বে সমাবেশ শুরু করার কথা জানিয়েছে দলটি।

দলটির একাধিক নেতা জানিয়েছেন, সমাবেশের মঞ্চ তৈরি ও সাজসজ্জার কাজ ইতোমধ্যে শেষ হয়ে গেছে। নেতাকর্মীও সমাবেশে যোগ দিতে চলে এসেছেন সমাবেশস্থলে। কিন্তু বৃষ্টির কারণে আনুষ্ঠানিকভাবে সংহিত সমাবেশে শুরু হতে বিলম্ব হচ্ছে। বৃষ্টি বন্ধ হলেই সমাবেশে শুরু হবে।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ ঢাকা পোস্টকে বলেন, বৃষ্টি বন্ধ হলেই সংহতি সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এছাড়া সমাবেশের সব কার্যক্রম আগেই শেষ হয়েছে।

গণঅধিকার পরিষদের এই সংহতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিভিন্ন রাজনৈতিক নেতাদের এই সমাবেশের অংশ নেওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।

সংহতি সমাবেশে সভাপতিত্ব করবেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। 

এএইচআর/এমএসএ