চট্টগ্রামে বিএনপির গাড়িবহরে হামলার অভিযোগ
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় বিএনপি নেতাকর্মীদের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
এসময় বিএনপির ১০ থেকে ১৫ জন নেতাকর্মী আহত হয়। এছাড়াও বহরে থাকা ১০টির মতো গাড়ি ভাঙচুর করা হয়।
বিজ্ঞাপন
জানা গেছে, কেন্দ্রঘোষিত কর্মসূচি উপলক্ষ্যে লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলা এবং বান্দরবান জেলার নেতাকর্মীরা চট্টগ্রামের সমাবেশে যোগ দিচ্ছিলেন। এসময় বিএনপি নেতাকর্মীদের গাড়িবহর চন্দনাইশ এলাকায় পৌঁছালে হামলার মুখে পড়ে। বেশ কিছুক্ষণ থেমে থেমে সংঘর্ষ চলে।
বিএনপির দক্ষিণ জেলা আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, চন্দনাইশে আমাদের গাড়িবহরে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করেছে। এতে আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয় এবং প্রায় ১০টির মতো গাড়ি ভাঙচুর করা হয়।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, হামলার খবর পেয়ে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। এ ব্যাপারে থানায় কেউ লিখিত অভিযোগ দেননি।
এমআর/এমএ