খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে চট্টগ্রামে সমাবেশ করছে বিএনপি। বৃহস্পতিবার (৫ অক্টোবর) নগরের কাজীর দেউরি নাসিমন ভবনের সামনে বিকেলে এ সমাবেশ শুরু হয়।

এরপর থেকে বিএনপি নেতারা বক্তব্য দিয়ে যাচ্ছেন। সমাবেশে যোগ দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে বৃহস্পতিবার রাত পৌনে ৮টা বেজে গেলেও তিনি সমাবেশস্থলে উপস্থিত হননি। 

এ সময় কাজীর দেউরি মোড়ে দেখা যায়, মোড় থেকে নাসিমন ভবন পর্যন্ত সড়কে বিএনপি নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। এছাড়া মোড় থেকে লালখান বাজারের দিকে সড়ক এবং আলমাস মোড় ও ওয়াসা মোড়ের দিকের সড়কে বিচ্ছিন্নভাবে বিএনপি নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। সমাবেশে বিএনপি নেতাকর্মীরা নানা ধরনের সরকারবিরোধী স্লোগান দিচ্ছেন এবং গাড়িতে সাউন্ড বক্সের মাধ্যমে গানবাজনা করছেন।

সমাবেশ ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সমাবেশস্থলের আশেপাশে বিপুল পরিমাণ পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করছে। 

এদিকে, সমাবেশ উপলক্ষ্যে কাজীর দেউরি মোড় থেকে চার পাশের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

জানা গেছে, বিএনপির কেন্দ্র ঘোষিত রোড মার্চ কর্মসূচি বৃহস্পতিবার সকালে কুমিল্লা থেকে শুরু হয়। সেখানে প্রথমে জনসভা অনুষ্ঠিত হয়। এরপর রোডমার্চ কর্মসূচি ফেনীর মহীপালে দ্বিতীয় জনসভা অনুষ্ঠিত হয়ে চট্টগ্রামের দিকে রওনা দেয়। চট্টগ্রামের মিরসরাই উপজেলায় প্রথম পথসভা হয়। বর্তমানে চট্টগ্রাম মহানগরে অনুষ্ঠিত সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে রোডমার্চ কর্মসূচি।

এমআর/এসকেডি