হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি, সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠাসহ এক দফা দাবিতে ঢাকার দুই প্রবেশ মুখে শুরু হয়েছে বিএনপির সমাবেশ।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজনে এ সমাবেশে শুরু হয়। অন্যদিকে প্রায় একইসময় আবদুল্লাহপুর পলওয়েল সুপার মার্কেটের পাশে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে সমাবেশে শুরু হয়।

যাত্রাবাড়ির সমাবেশে প্রধান অতিথি হিসেবে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানসহ দলের নির্বাহী কমিটির নেতারা সমাবেশে মঞ্চে উপস্থিত আছেন। অন্যদিকে আবদুল্লাহপুরের সমাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সরেজমিনে দেখা যায়, বিএনপির দুইটি সমাবেশে অংশ নিয়েছেন প্রায় কয়েক হাজার নেতাকর্মী। তারা সমাবেশে থেকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে ব্যানার, ফেস্টুন প্রর্দশনীসহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

বিএনপির দুই সমাবেশকে ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশসহ সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনী। একইসঙ্গে সমাবেশস্থলের পাশে রাখা হয়েছে প্রিজন ভ্যানসহ পুলিশের বিভিন্ন যান।

এএইচআর/এমজে