জাতি বড় একটা সংকট অতিক্রম করছে : বিএনপি
জাতি বড় একটা সংকট অতিক্রম করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জাতি যখন অস্তিত্বের সংকটের সম্মুখীন হয়েছে, একটা রাজনৈতিক-অর্থনৈতিক সামগ্রিকভাবে একটা সংকট উপস্থিত হয়েছে।
রোববার (১০ সেপ্টেম্বর) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল।
বিজ্ঞাপন
তিনি বলেন, আমি শুধু এটুকু বলতে চাই, আপনাদের আজ বিএনপিতে যোগ দেওয়া নিঃসন্দেহে উল্লেখযোগ্য হয়ে থাকবে। কারণ আমরা যে সংগ্রাম করছি, লড়াই করছি, এই লড়াইটা শুধু বিএনপির লড়াই-সংগ্রাম নয়, এই লড়াই-সংগ্রাম হচ্ছে জাতিকে রক্ষা করার জন্য সংগ্রাম-লড়াই। আমাদের অস্তিত্ব যখন বিপন্ন হয়ে পড়েছে তখন আপনাদের এ যোগদান সংগ্রামকে সামনের দিকে নিয়ে যাবে এবং অনুপ্রাণিত করবে। আমরা অবশ্যই এ সংগ্রামে জয়ী হব, বাংলাদেশকে মুক্ত করব এবং একটি মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে সক্ষম হব।
যোগদানকারীরা যাতে দলের সঙ্গে কাজ করতে পারেন তার সুযোগ সৃষ্টি করা হবে বলে জানান বিএনপি মহাসচিব।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলের ভাইস চেয়ারম্যান বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে ইলাহি আকবর, কৃষক দলের সহ সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল এসএম ফয়সাল প্রমুখ বক্তব্য দেন।
এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও বিমান বাহিনীর সাবেক প্রধান ফখরুল আজম, অবসপ্রাপ্ত মেজর নূর ও অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট হারুনুর রশীদ প্রমুখ।
/এএইচআর/এসএসএইচ/