সাইফুল হক/ ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের- ‘ক্ষমতায় এলে এক রাতেই আওয়ামী লীগকে শেষ করে দেবে বিএনপি’ বক্তব্য চরম দায়িত্বহীনতার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

তিনি বলেন, ‘এ বক্তব্য চরম দায়িত্বহীন উসকানিমূলক ও আতংক সৃষ্টির প্রয়াস। নিজেদের শঙ্কা ও উৎকণ্ঠাকে তারা পরিকল্পিতভাবে গণআতংক হিসেবে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। এর মধ্য দিয়ে সরকারি দলের সাধারণ সম্পাদক বিরোধী দলসমূহের আন্দোলন সম্পর্কে জনগণের মধ্যে ভুল বার্তা দেওয়ারও প্রয়াস নিয়েছেন।’

রোববার (২৭ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচার দলীয় কার্যালয়ে পার্টির রাজনৈতিক পরিষদের সভায় এসব কথা বলেন তিনি।

সাইফুল হক বলেন, ‘সরকারি দলের নেতারা বেসামাল হয়ে ধারাবাহিকভাবে স্ববিরোধী কথা বলছেন। একদিকে তারা বলছেন- ‘আওয়ামী লীগ এত শক্তিশালী যে, তাদের হারানোর ক্ষমতা কারো নেই।’ আবার বলছেন- ‘বিরোধীরা ক্ষমতায় আসলে এক রাতেই আওয়ামী লীগ শেষ হয়ে যাবে। এসব তাদের চরম বেসামাল অবস্থা ও অস্থিরতার বহিঃপ্রকাশ।’

তিনি বলেন, ‘দম্ভ ও জেদ পরিহার করে নির্বাচনের আগে পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠার পথ খুলে দিয়ে শান্তিপূর্ণভাবে সরকারকে নির্বাচনকেন্দ্রীক সংকট থেকে বেরিয়ে আসতে হবে। ঐতিহ্যবাহী রাজনৈতিক দল হিসেবে সরকারি দল এ প্রজ্ঞার পরিচয় দিলে দেশ ও দেশের জনগণ বিপর্যয় থেকে রক্ষা পেতে পারে।’

সভায় আরও বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, মীর মোফাজ্জল হোসেন মোশতাক ও মাহমুদ হোসেন।

এএইচআর/এফকে