রওশন এরশাদের জাপা চেয়ারম্যান হওয়ার খবর মিথ্যা : চুন্নু
বিরোধীদলীয় নেতা রওশন এরশাদকে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান করা হয়েছে— এমন খবরকে মিথ্যা বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু। পাশাপাশি গোলাম মোহাম্মদ কাদেরকে জাপার চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেওয়ার খবরকেও মিথ্যা বলে দাবি করেন তিনি।
মঙ্গলবার (২২ আগস্ট) এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
চুন্নু বলেন, দলের কো-চেয়ারম্যান যাদের নাম উল্লেখ করেছেন, তারা এ সিদ্ধান্তে কোনো সই করেননি। গঠনতন্ত্র অনুযায়ী যে কেউ ইচ্ছা করলে চেয়ারম্যান হতে পারেন না। কাউকে অব্যাহতি দিতেও পারেন না। জাপা জিএম কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছে। এসময় নেতাকর্মীদের বিভ্রান্তি না হতেও আহ্বান জানান জাপা মহাসচিব।
এর আগে, আজ (মঙ্গলবার) দুপুরে এক প্রেস নোটে নিজেকে চেয়ারম্যান ঘোষণা করেন রওশন এরশাদ।
এতে বলা হয়, দলের কো চেয়ারম্যানদের অনুরোধে তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন।
কিন্তু যেসব কো-চেয়ারম্যান অনুরোধের কথা বলা হচ্ছে- তারা এ বিষয়ে কোনো কিছুই জানেন না।
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ ঢাকা পোস্টকে বলেন, আমি কখনও রওশন এরশাদকে দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিতে অনুরোধ করিনি। এক বছর, দুই বছর আগের কোনো স্বাক্ষরকে কেন্দ্র করে এই ধরনের বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই।
• সস্ত্রীক ভারত সফরে জিএম কাদের
এ ব্যাপারে জানতে রওশন এরশাদকে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেনি।
এর আগে ২০২১ সালে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে এরিক এরশাদ রওশন এরশাদকে পার্টির চেয়ারম্যান হিসেবে ঘোষণা দিয়েছিলেন। তবে সে বিষয়টি শেষ পর্যন্ত আদালতে গড়ায়।
এএইচআর/কেএ