আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সস্ত্রীক ভারত সফরে গিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। এছাড়া তাদের সঙ্গে রয়েছে পার্টির চেয়ারম্যানের বিশেষ দূত মাসরুর মাওলা।

রোববার (২০ আগস্ট) বেলা ১২টার দিকে হযরত শাহজালাল বিমানবন্দর দিয়ে তারা দিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

ঢাকা পোস্টকে এ তথ্য জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার হোসেন জালালী।

আগামী নির্বাচনের সামনে রেখে জিএম কাদের দিল্লি সফরে গেলেও জাতীয় পার্টির নেতারা এটাকে প্রকাশ্যে নির্বাচনী সফর বলতে নারাজ। তাদের দাবি, এটি জাতীয় পার্টির চেয়ারম্যানের ব্যক্তিগত সফর। তবে, যেহেতু সামনে নির্বাচন, তাই সফরে নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে। তাছাড়া জাতীয় পার্টি তো আগামী নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে। ৩ শত আসনে প্রার্থী দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত রয়েছে।

জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু ঢাকা পোস্টকে বলেন, এটি কোনও নির্বাচনী সফর নয়। ব্যক্তিগত সফরে দিল্লি গিয়েছেন পার্টির চেয়ারম্যান। ফলে, এই সফর নির্বাচনী কোনও গুরুত্ব বহন করবে বলে আমি মনে করি না।

তিনি আরও বলেন, আমরা তো এমনিতে আগামী নির্বাচনে অংশ নেব। এছাড়া ৩০০ আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত রয়েছে। আমরা চাই- অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন।

এএইচআর/এমজে